আগস্ট ১৮: রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরের একটি রাস্তায় গতকাল (শনিবার) ড্রোন হামলা ঘটেছে। যদিও কোনো হতাহত ও সরঞ্জামের ক্ষতি হয়নি। তবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা পরিস্থিতি ‘অবনতি হচ্ছে’। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সেদিন এক বিবৃতি প্রকাশ করে এ কথা বলে।
বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে এলাকার সামরিক কার্যক্রম তীব্র এবং এখন পর্যন্ত কোনো প্রশমনের লক্ষণ দেখা যাচ্ছে না।
আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রসি এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম বজায় রাখা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষার জন্য প্রতিষ্ঠিত নীতিগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)