চীনে আমার তিন বার সফরের অভিজ্ঞতা দুর্দান্ত: ওড়িশি নৃত্যশিল্পী অর্ণব বন্দোপাধ্যায়
2024-08-17 20:06:10

ভারতের পশ্চিমবঙ্গের একটি সাহিত‍্যিক ও শিল্পী প্রতিনিধিদল ২২ থেকে ২৭ জুলাই চীনের ইউননান প্রদেশের রাজধানী খুনমিং সফর করছেন। সফরের সময় তারা ইউননান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা এবং ইউননানের বৈশিষ্ট্যময় সংস্কৃতি উপভোগ করেন। তারা ইউননান আর্ট ইউনিভার্সিটি সফর করেন এবং চীনের ঐতিহ্যবাহী চা সংস্কৃতি ও ক‍্যালিগ্রাফির সঙ্গে পরিচিত হন। গান ও নাচের মাধ‍্যমে দু’দেশের যুব-শিল্পীদের মধ‍্যে সুন্দর বিনিময় ও আদান-প্রদান হয়।

এ দলের মধ্যে একজন ওড়িশি নৃত্যশিল্পী অর্ণব বন্দোপাধ্যায় রয়েছেন। তিনি ছোটবেলা থেকে ভারতের দুটি প্রধান শাস্ত্রীয় নৃত্য-ওড়িশি ও ভরতনাট্যম চর্চা করে আসছেন। দর্পনী নামে তার নৃত্য শিক্ষাদান প্রতিষ্ঠা রয়েছে। তার ইউনান সফরের অভিজ্ঞতা কেমন?  দেখুন তার একটি সাক্ষাত্কার।

(স্বর্ণা/হাশিম)