ডমিনিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আবিনাদার
2024-08-17 19:39:13

আগস্ট ১৭: ডোমিনিকান পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট লুইস আবিনাদার গতকাল শুক্রবার রাজধানী সান্তো ডোমিঙ্গোতে তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার দুপুরে সান্তো ডোমিঙ্গোর এডুয়ার্ডো ব্রিটো ন্যাশনাল থিয়েটারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ নেন আবিনাদার।

আবিনাদার পরে বক্তৃতায় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে, নতুন সরকার দৃঢ়ভাবে দুর্নীতি প্রতিরোধ করবে, সামাজিক ন্যায্যতাকে উন্নীত করবে এবং ডমিনিকার সকল মানুষের জীবনমান উন্নত করবে।

ডমিনিকায় ১৯ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ডমিনিকান নির্বাচন কমিশন ২৪ তারিখে নিশ্চিত করেছে যে লুইস আবিনাদার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার কার্যমেয়াদ এই বছরের ১৬ আগস্ট থেকে ২০২৮ সাল পর্যন্ত।

আবিনাদার ১৯৬৭ সালে সান্টো ডোমিঙ্গোতে জন্মগ্রহণ করেন। ২০২০ সালে, তিনি আধুনিক বিপ্লবী পার্টির প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

(স্বর্ণা/হাশিম/তুহিনা)