ডোমিনিকার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে সি চিন পিংয়ের বিশেষ দূত
2024-08-17 17:12:39

আগস্ট ১৭: ডোমিনিকার প্রেসিডেন্ট লুইস আবিনাদারের আমন্ত্রণে গতকাল (শুক্রবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত, চীনা শিল্প ও তথ্য মন্ত্রী চিন চুয়াং লোং রাজধানী স্যান্ট ডোমিঙ্গোতে প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে চিন চুয়াং লোং প্রেসিডেন্ট প্রাসাদে আবিনাদার সঙ্গে সাক্ষাৎ করেন।

চিন চুয়াং লোং আবিনাদারের প্রতি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, চীন ও ডোমিনিকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬ বছর ধরে দু’দেশের সম্পর্কের সার্বিক ও দ্রুত উন্নয়ন হয়েছে। চীন, ডোমিনিকার সঙ্গে অব্যাহতভাবে পরস্পরকে দৃঢ় সমর্থন করা, বাস্তব সহযোগিতা জোরদার করা, সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে চায়, চীন-ডোমিনিকা সম্পর্ক আরও বেশি ফলাফল অর্জন করে দু’দেশের জনগণকে কল্যাণ বয়ে আনতে চেষ্টা করবে।

আবিনাদার বিশেষ দূত পাঠানোয় সি চিন পিংয়ের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ডোমিনিকার জন্য বিশেষ গুরুত্ব রয়েছে। ডোমিনিকা চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বড় উন্নয়ন করতে চায়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)