আগস্ট ১৭: থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে অভিনন্দন জানিয়েছে চীন। বেইজিং আশা করে থাই জনগণ নিজের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন পথে নতুন সাফল্য অর্জন করবে।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন ও থাইল্যান্ড ভালো প্রতিবেশী। আগামী বছর হল চীন-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী, যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নতুন ঐতিহাসিক সুযোগ নিয়ে আসছে। চীন, থাইল্যান্ডের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, বাস্তব সহযোগিতা গভীরতর করতে এবং চীন-থাইল্যান্ড অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)