পাকিস্তানে বোমা-হামলায় নিহত এক, আহত ১২
2024-08-16 18:48:56


আগস্ট ১৬: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বোমা-হামলায় অন্তত এক ব্যক্তি নিহত ও অন্য ১২ জন আহত হয়েছে। পাকিস্তানি পুলিশ গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানায়।

কোয়েটার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাসিবুল্লাহ সিনহুয়া বার্তা সংস্থাকে জানান, গত ১৪ আগস্ট সন্ধ্যায় সন্ত্রাসীদের একটি দল মোটরসাইকেলে চড়ে, কোয়েটা রেলস্টেশনের কাছে একটি রেস্তোরাঁর সামনে উপস্থিত জনতাকে লক্ষ্য করে দুটি গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে, বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগের মিডিয়া সমন্বয়কারী  বসিম বেগ সাংবাদিকদের বলেন, তিন শিশুসহ আহত সকলকে চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠী ‘বালুচ লিবারেশন আর্মি’ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)