চীনে নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান ১৮ কোটি ৪০ লাখ
2024-08-16 16:55:25

আগস্ট ১৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালের শেষ নাগাদ চীনে নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ১৮ কোটি ৪০ লাখে পৌঁছেছে। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির বাজার নিয়ন্ত্রণের জন্য জাতীয় প্রশাসনের উপপ্রধান পু চুন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, চীন ক্রমাগতভাবে বাজার তদারকির জন্য প্রতিষ্ঠান এবং নিয়মের উন্নতি করেছে বলেই ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

পু চুন জানান, ২০২৩ সালের শেষ নাগাদ চীনের ব্যবসায়িক কার্যকলাপ বেড়েছে দশমিক ৬৯ শতাংশ।

ফয়সল/শান্তা