আগস্ট ১৬: চাদের সাথে সুদানের আরডলি সীমান্ত ক্রসিং তিন মাসের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুদান সরকার। অভাবগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুদানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আরডলি সীমান্ত ক্রসিং পশ্চিম সুদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোর মধ্যে একটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে, এই ক্রসিংয়ের মধ্য দিয়ে, প্রতিবেশী চাদ থেকে দারফুরে আন্তর্জাতিক মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করে দেয় সুদানের সরকার। এর উদ্দেশ্য ছিল, সীমান্ত দিয়ে অস্ত্র পাচার বন্ধ করা। (অনুপমা/আলিম/ছাই)