উজবেকিস্তান ও রাশিয়ার প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ
2024-08-16 18:48:11


অগাস্ট ১৬: গতকাল (বৃহস্পতিবার) উজবেকিস্তানের প্রেসিডেন্ট  মিরজিওয়েভ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। এসময় দু’নেতা দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ফোনালাপে তাঁরা দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার, এবং মৈত্রীর সম্পর্ক গভীরতর করা নিয়ে আলোচনা করেন। চলতি বছরের ২৬ থেকে ২৮ মে পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  উজবেকিস্তান সফরকালে যেসব চুক্তি হয়েছে, সেগুলো বাস্তবায়নের বিষয়েও আলোচনা করেন দুই প্রেসিডেন্ট।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)