অগাস্ট ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (বৃহস্পতিবার) জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টু লাম ১৮ থেকে ২০ অগাস্ট পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন। প্রেসিডেন্ট সি চিন পিং টু লামের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী লি ছিয়াং, জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হু নিং তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
মুখপাত্র বলেন, বর্তমানে কৌশলগত তাৎপর্য বহন করে এমন ভাগাভাগির ভবিষ্যৎ নিয়ে চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার চেষ্টা একটি ভালো শুরু হচ্ছে। সাধারণ সম্পাদক টু লাম দায়িত্ব নেওয়ার পর প্রথম চীনে সফর করবেন। যা পুরোপুরি দুই পার্টি ও দু’দেশ সম্পর্ক উন্নয়নের উপর উচ্চ গুরুত্বের প্রতীক। এবারের সফরের মাধ্যমে, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়া, চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গঠন গভীরতর করা এবং হাতে হাত রেখে নিজেদের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক আধুনিকীকরণ পথে চলার মাধ্যমে বিশ্বের সমাজতান্ত্রিক ক্যারিয়ারের উন্নয়ন বেগবান করে, আঞ্চলিক ও বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা করা হয়।
(প্রেমা/তৌহিদ/ছাই)