আগস্ট ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রেলওয়ে নেটওয়ার্ক জুলাই মাসে মোট ৩৩ কোটি ৪০ লাখ টন কার্গো পরিবহন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.১ শতাংশ বেশি। বৃহস্পতিবার চায়না রেলওয়ে গ্রুপ এ তথ্য জানিয়েছে।
রেলওয়ে গ্রুপের তথ্যানুযায়ী, রেলওয়ে নেটওয়ার্ক গত মাসে প্রতিদিন গড়ে ১ কোটি ৭ লাখ ৬০ হাজার টন পণ্য পরিবহন করেছে।
গ্রুপ বলেছে, এটি কয়লা পরিবহনের জন্য গত ১৮ জুলাই উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ১০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি মালবাহী ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু করে।
গ্রীষ্মকালীন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে চায়না রেলওয়ে গ্রুপের মাধ্যমে কয়লা সরবরাহ করা হয়েছে ৩৭১টি বিদ্যুৎকেন্দ্রে। শস্য, সার এবং পেট্রোল জাতীয় পণ্যের সরবরাহকে অগ্রাধিকার দিয়েছে গ্রুপটি।
গ্রুপের তথ্যে দেখা যায়, গত মাসে ট্রেনের কন্টেইনারে পণ্য পরিবহন বেড়েছে ২০ দশমিক ৩ শতাংশ। গ্রুপটি মাল্টিমডাল রেল লজিস্টিক পরিষেবা চালু করাতেই এমনটা সম্ভব হয়েছে বলে জানানো হয় গ্রুপের পক্ষ থেকে। এতে করে বড় স্টোরেজ কন্টেইনার ব্যবহার করে উপকূলীয় ও অভ্যন্তরীণ নদীবন্দরের সঙ্গে রেলওয়ে শিপিংয়ের সংযোগ স্থাপন করাও সম্ভব হয়েছে।
ফয়সল/শান্তা