চীনা ভ্যালেন্টাইন্স ডে বক্স অফিসে রেকর্ড ভাঙা আয়
2024-08-16 16:56:03

আগস্ট ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনা মুভি ডেটাবেজের তথ্যানুসারে এবারের ছিশি উৎসব বা চীনা ভালোবাসা দিবসের দিন বক্স অফিসের আয় ৩৬ কোটি ৪০ লাখ ইউয়ান (৫ কোটি ৭ লাখ ৪০ হাজার ডলার) ছাড়িয়ে গেছে।

অ্যানিমেটেড ফিল্ম ‘হোয়াইট স্নেক: অ্যাফ্লোট’ ছিল এ দিনের আয়ের তালিকার শীর্ষে। ১০ আগস্ট উৎসবের দিন সিনেমাটির আয় ছিল ৯ কোটি ৪২ লাখ ৮০ হাজার ইউয়ান।

সিনেমাটি জনপ্রিয় চীনা লোক প্রেমকাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। এতে এক যুবক এবং একটি সাপের আত্মার মধ্যে রোম্যান্স দেখানো হয়েছে।

একই দিনে, ঘরোয়া কমেডি ‘সাকসেসর’ ছিল চার্টের দ্বিতীয় স্থানে।

ফয়সল/শান্তা