‘বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ফলপ্রসূ’
2024-08-16 17:41:55

অগাষ্ট ১৬: বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ফলপ্রসূ হয়েছে ও হচ্ছে। অস্ট্রেলিয়ার চিকিত্সা বিশেষজ্ঞ ও নোবেলজয়ী ব্যারি জে. মার্শাল, গতকাল (বৃহস্পতিবার) পার্থে, চীনা কনস্যুলেট জেনারেল আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

মার্শাল বলেন, দু’দেশের সহযোগিতার মাধ্যমে, চিকিত্সা ও স্বাস্থ্য এবং পরিবেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের বিজ্ঞানমন্ত্রী স্টিফেন ডসন অনুষ্ঠানে বলেন, ব্যারি জে মার্শাল বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দু’দেশের সহযোগিতা ও যোগাযোগ ত্বরান্বিত করতে অবদান রেখে আসছেন। তাঁর কাজ দু’দেশের বিজ্ঞানীদের মধ্যে সহযোগিতাকে আরও জোরদার করবে।

উল্লেখ্য, ব্যারি জে মার্শাল ২০২৩ সালে চীন আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা পুরস্কার লাভ করেন। এ উপলক্ষ্যে, চীনের কনস্যুলেট জেনারেলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)