অগাস্ট ১৬: গতকাল (বৃহস্পতিবার) ছিয়াংমাইতে লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শ্যারন সাই এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে ওয়াং ই বলেছেন, চীন ও লাওস সবসময় পরস্পরকে সমর্থন দেয়। দু’দেশের সর্বোচ্চ নেতার নেতৃত্বে দ্রুত দ্বিপাক্ষিক অভিন্ন কল্যাণের সমাজ গঠিত হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণও দ্রুত বেড়েছে, চীন ও লাওস রেলপথে যাতায়াতের পরিমাণও নতুন রেকর্ড সৃষ্টি করেছে, আন্তর্জাতিক ইস্যুতে দু’পক্ষের সহযোগিতাও বেড়েছে। লাওসের নিজস্ব উন্নয়নের পথ অনুসন্ধানে সমর্থন দেয় চীন। তিনি বলেন, লাওস কমিউনিস্ট পার্টির দ্বাদশ জাতীয় কংগ্রেস আয়োজনে পার্টির নেতৃত্ব ও সমাজতান্ত্রিক পথ সুসংবদ্ধ করায় সমর্থন দেয় চীন এবং আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে লাওসের দায়িত্ব পালনে সহায়তা দেবে। লাওসের সঙ্গে বিভিন্ন খাতের পারস্পরিক উপকারী সহযোগিতা গভীরতর করা হবে এবং চীন ও লাওস রেলপথের সম্মুখীন সমস্যা মোকাবিলা করে নিজ নিজ দেশের উন্নয়নে আরো বেশি ভূমিকা পালন করার চেষ্টা করবে।
মিয়ানমার ইস্যুতে মতবিনিময় করেছেন দু’নেতা। ওয়াং ই বলেন, মিয়ানমার আসিয়ানের সদস্যদেশ, তাই আসিয়ানের সঙ্গে যোগাযোগ বাড়ানো উচিত। আসিয়ানের ৫টি মতামত এবং মিয়ানমারের নতুন ‘৫ পয়েন্ট রোডম্যাপ’ সংযুক্ত করে মিয়ানমারের স্থিতিশীলতা ও রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে। যা আসিয়ানের ঐক্যবদ্ধ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক।
মিয়ানমারের উত্তরাঞ্চলের শান্তি বৈঠক এবং দেশের রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন শ্যারন সাই। চীনের সঙ্গে সহযোগিতা করে মিয়ানমারের স্থিতিশীলতায় আরো বেশি ভূমিকা পালন করতে চায় লাওস।
(সুবর্ণা/তৌহিদ/প্রেমা)