আগস্ট ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি’র সার্বিয়া সফর চীন ও সার্বিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক। বুধবার সার্বিয়ায় চীনের স্টেট কাউন্সিলর শেন ইছিনের সঙ্গে সাক্ষাতকালে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ভুসিক বলেন, সার্বিয়া সব সময় চীনের সঙ্গে লৌহকঠিন বন্ধুত্বকে গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা আনতে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী সার্বিয়া।
শেন ইছিন প্রেসিডেন্ট সি’র শুভেচ্ছা বার্তা প্রেসিডেন্ট ভুসিককে এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের শুভেচ্ছা বার্তা মিলোস ভুসেভিককে পৌঁছে দেন।
চীনের স্টেট কাউন্সিলর শেন ইছিন ১২ আগস্ট থেকে ১৪ আগস্ট সার্বিয়া সফর করেন।
নাহার/শান্তা