আগস্ট ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহানগরী শাংহাইতে চলছে বইমেলা। শাংহাই প্রদর্শনী কেন্দ্রে বুধবার মেলাটির উদ্বোধন হয়। সাতদিন ব্যাপী চলমান মেলাটি সমাপ্ত হবে ২০ আগস্ট।
মেলায় একহাজারের বেশি অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে বইয়ের মোড়ক উন্মোচন, লেখকদের আলোচনাসহ বিভিন্ন ইভেন্ট। এ বছরের বিশেষ সম্মানিত প্রদেশ চিয়াংসু। প্রদর্শনী কেন্দ্রের সেন্ট্রাল মেইন হলে চিয়াংসু প্রদেশের প্রকাশকরা স্টল দিয়েছেন।
শাংহাই এর অন্যতম প্রধান এই বইমেলায় বিপুল সংখ্যক ক্রেতা ও পাঠকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৩০ হাজারের বেশি বইয়ের শিরোনাম প্রদর্শিত হচ্ছে মেলায়।
শান্তা/ফয়সল