অগাষ্ট ১৫: দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, আজ (বৃহস্পতিবার) পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।
বার্তায় সি চিন পিং বলেন, চীন ও ব্রাজিল উন্নয়নশীল বড় দেশ ও গুরুত্বপূর্ণ নতুন বাজার। দু’দেশ হলো একে অপরের সমমনা ভালো বন্ধু ও অংশীদার। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও, দু’দেশের সম্পর্ক বরাবরই স্থিতিশীলভাবে উন্নত হয়েছে ও হচ্ছে। দু’দেশ নিজ নিজ উন্নয়নের পাশাপাশি, বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
লুলা তার বার্তায় বলেন, দু’দেশের মৈত্রী অব্যাহতভাবে জোরদার হচ্ছে; দ্বিপক্ষীয় সহযোগিতা আরও উন্নত হচ্ছে। দু’দেশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চালাচ্ছে। দু’দেশ যৌথভাবে আরও সমৃদ্ধি, শান্তি ও ন্যায্যতার বিশ্ব গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)