অগাষ্ট ১৫: চীনের সরকার আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে, ‘ডিজিটাল চীনা চিকিত্সা’ প্ল্যাটফর্ম গড়ে তুলবে। এ প্লাটফর্মে বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন নতুন ডিজিটাল প্রযুক্তির সাথে ঐতিহ্যবাহী চীনা চিকিত্সাব্যবস্থার মিশ্রণ ঘটানো হবে। সম্প্রতি জাতীয় চীনা চিকিত্সা পরিচালনা ব্যুরো এ তথ্য জানায়।
ব্যুরো আরও জানায়, নতুন ডিজিটাল প্রযুক্তি চীনা চিকিত্সার আধুনিকায়ন ও উন্নয়নের জন্য শক্তিশালী সমর্থন যোগাবে। প্রতিরোধ, চিকিত্সা, পুনর্বাসন, ও ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থাপনাকে একীভূত করে, একটি ডিজিটাল ঐতিহ্যবাহী চীনা চিকিত্সা পরিষেবা কাঠামো তৈরি করা হবে।
বর্তমানে আকুপাংচার রোবট, ‘টিসিএম সিটি’, মানবদেহের ডিজিটাল ইমেজিং ব্যবস্থাসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি চীনা চিকিত্সায় ব্যবহৃত হচ্ছে। এ ছাড়াও নথিতে চীনা চিকিত্সার প্রতিভাবান ব্যক্তিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প উন্নয়ন, সাংস্কৃতিক প্রচারসহ ডিজিটাল ক্ষমতায়নের কথা উল্লেখ করা হয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)