অগাস্ট ১৪: ফিলিপিন্সের সামরিক বিমান দু’বার চীনের হুয়াং ইয়ান দ্বীপে অনুপ্রবেশ করেছে, যার বিরুদ্ধে চীন সামরিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
লিন চিয়ান বলেন, হুয়াংইয়ান দ্বীপ চীনের অন্তর্নিহিত অঞ্চল। হুয়াং ইয়ান দ্বীপ এবং সংলগ্ন সমুদ্র ও আকাশসীমার উপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে।
গত ৭ ও ৮ অগাস্ট, ফিলিপিন্সের সামরিক বিমানগুলো দু’বার হুয়াং ইয়ান দ্বীপ সংলগ্ন আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। যা গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়মগুলো লঙ্ঘন করেছে। চীনা সামরিক বাহিনী আইন অনুসারে প্রয়োজনীয় নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যা চীনের অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি উল্লেখ করা উচিত যে, ফিলিপিন্স যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গে দক্ষিণ চীন সাগরে তথাকথিত যৌথ টহল চলাকালীন চীনের হুয়াং ইয়ান দ্বীপের আকাশসীমায় অনুপ্রবেশ করে, যা একটি বিদ্বেষপূর্ণ উস্কানি।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)