চীন-ইন্দোনেশিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের ‘২+২’ সংলাপ প্রক্রিয়ার প্রথম ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত
2024-08-14 11:18:19

অগাস্ট ১৪: চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েতোং এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের উপ-পরিচালক চাং পাওছুন জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্যাসিফিক ও আফ্রিকার মহাপরিচালক আব্দুল কাদির জিলানি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কৌশল বিভাগের মহাসচিব অক্টারের সঙ্গে চীন-ইন্দোনেশিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের ‘২+২’ সংলাপ প্রক্রিয়ার প্রথম ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। দু’পক্ষ চীন-ইন্দোনেশিয়া সম্পর্ক, কূটনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন কৌশলগত সহযোগিতা নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন এবং বেশ কিছু মতৈক্যে পৌঁছান।

 

দু’পক্ষ মনে করে, সংলাপ প্রক্রিয়াটি চীনের প্রতিষ্ঠিত প্রথম বৈদেশিক মন্ত্রী পর্যায়ের ‘২+২’ প্রক্রিয়া, যা দু’দেশের পারস্পরিক কৌশলগত অবস্থা নতুন পর্যায়ে উন্নীত হবার প্রতীক। দু’পক্ষ দু’দেশের রাজনৈতিক নিরাপত্তা সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ পারস্পরিক আস্থা উন্নীত করা এবং চীন-ইন্দোনেশিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা বেগবান করতে চায়।

(প্রেমা/তৌহিদ/ছাই)