রোদ ঝলমলে বেইজিং
2024-08-14 16:52:16

আগস্ট ১৪, সিএমজি বাংলা ডেস্ক: গ্রীষ্ম শেষ হয়ে শরৎ শুরু হতে যাচ্ছে। এই সময়ে বেইজিংয়ের আবহাওয়া অত্যন্ত মনোরম। রোদ ঝলমল নীলাকাশের সৌন্দর্যে হেসে উঠেছে বেইজিং শহর।

এই মনোরম আবহাওয়ায় বেইজিংবাসী এবং পর্যটকরা নগরীর বিভিন্ন সিনিক স্পটে ঘুরে বেড়াচ্ছেন। এর মধ্যে চিংশান পার্কে বেড়াতে যাচ্ছেন অনেকে। বিশেষ করে চিংশান হিলে দাঁড়িয়ে উল্টোদিকে ফরবিডেন সিটির প্রাসাদের ছবি তোলার হিড়িক পড়েছে।

রোদেলা বেইজিং শহরের সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকরা বেইজিং অক্ষরেখা এলাকায় অবস্থিত বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় বেড়াচ্ছেন এবং নীল আকাশের প্রেক্ষপটে বেইজিং শহরের স্কাইলাইনের ছবি তুলছেন।

শান্তা/নাহার