অগাস্ট ১৩: গত ১১ ও ১২ আগস্ট, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক লিউ চিয়ান ছাও’র নেতৃত্বে, সিপিসি’র একটি প্রতিনিধিদল রুয়ান্ডার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
সফরকালে প্রেসিডেন্ট কাগামের সাথে মত বিনিময় করেন লিউ চিয়ান ছাও। তিনি রুয়ান্ডার দেশপ্রেমিক ফ্রন্ট গাসামাগ্রার সাধারণ সম্পাদকের সাথেও দেখা করেন। সাক্ষাতে তিনি চীন-রুয়ান্ডা সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধিদলের সফরকালে দু’দেশ এই মর্মে একমত হয়েছে যে: দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠতরা করা হবে, পারস্পরিক রাজনৈতিক সংলাপ জোরদার করতে হবে, কৌশলগত পারস্পরিক আস্থা সুসংহত করা হবে, এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ ও চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)