অগাস্ট ১৩: সুদানের রাজনৈতিক প্রক্রিয়াবিষয়ক দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সম্প্রতি শেষ হয়েছে। সভায় অংশগ্রহণকারী পক্ষগুলোর মতভেদের কারণে, একটি রোডম্যাপের খসড়ার ব্যাপারে মতৈক্য হয়নি।
সভাটির আয়োজন করে আফ্রিকান ইউনিয়ন এবং পূর্ব আফ্রিকার উন্নয়ন সংস্থা (আইজিএডি)। সুদানের বেশ কয়েকটি রাজনৈতিক দল, বেসরকারি সংগঠন এবং স্থানীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
সভার উদ্দেশ্য ছিল, সুদানের সশস্ত্র সংঘাতের একটি সার্বিক রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং জাতীয় সংলাপের জন্য প্রস্তুতি নেওয়া। প্রথম প্রস্তুতিমূলক সভা গত ১০ থেকে ১৫ জুলাই পর্যন্ত আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা গত ৯ অগাস্ট শুরু হয়। সুদানের সশস্ত্র সংঘাতে জড়িত দুই পক্ষ সভায় উপস্থিত ছিল না। (ওয়াং হাইমান/আলিম/ছাই)