আগস্ট ১৩, সিএমজি বাংলা ডেস্ক: নারকেলের খোলার উপর খোদাই করে নানা রকম নকশা তৈরি এক অনন্য কারুশিল্প। দক্ষিণ চীনের এই কারুশিল্প অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ২০০৮ সালে তালিকাভুক্ত হয়।
চীনের দ্বীপ প্রদেশ হাইনানের একটি হাইখৌ সিটির বাসিন্দা উ মিংচু একজন কারুশিল্পী। তিনি নারকেলের খোলের উপর খোদাই করে অনন্য শিল্পকর্ম সৃষ্টি করেন। উ মিংচু এই কারুশিল্পের একজন উত্তরাধিকারীও। তিনি এর চর্চা করছেন। প্রাচীন এই শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার জন্য তিনি বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও প্রদর্শনীরও আয়োজন করে থাকেন।
শান্তা/ফয়সল