অগাষ্ট ১৩: চলতি বছর, জুলাই মাস পর্যন্ত, চীনের রেলযাত্রীরা প্রায় ২৫২ কোটি বার ট্রেনে যাতায়াত করেছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৫.৭ শতাশ বেশি। চীনের জাতীয় রেলপথ কর্তৃপক্ষ গতকাল (রোববার) এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতিদিন গড়ে দেশজুড়ে ১০৪৩৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৬ শতাংশ বেশি।
পাশাপাশি, উক্ত সময়ে চীন-লাওস রেলপথে জিশুয়াংবান্না ও লুয়াং প্রাবাংয়ের মধ্যে দু’টি ট্রেন চালু হয় এবং ইনার মঙ্গোলিয়ার হহট থেকে মঙ্গোলিয়ার উলানবাটোর পর্যন্ত আন্তর্জাতিক রেলপথ পুনরুদ্ধার হয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)