অগাস্ট ১৩: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে আফ্রিকাবিষয়ক এক সভায় বলেন, আফ্রিকায় আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে একটি স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে সদস্যদেশগুলোকে। পশ্চিমা দেশগুলোর উচিত, নিজেদের ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এবং আফ্রিকায় বাহ্যিক হস্তক্ষেপ, চাপ ও নিষেধাজ্ঞার মতো আচরণ থেকে বিরত থাকা।
ফু ছুং বলেন, আফ্রিকান দেশগুলো বিশ্বমঞ্চে দুর্দান্ত প্রাণশক্তির পরিচয় দিচ্ছে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে তাদের অবদান ক্রমশ বাড়ছে। আফ্রিকা গ্লোবাল সাউথের ভিত্তি এবং বহু মেরুর বিশ্বের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আফ্রিকা এখনও শান্তি ও উন্নয়নের পথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। আফ্রিকান দেশগুলো যথাযথ আন্তর্জাতিক সম্মান পায়নি, আফ্রিকান মানুষের প্রত্যাশাও যথেষ্ট মনোযোগ পায়নি, এবং আফ্রিকার আন্তর্জাতিক প্রভাবও পুরোপুরি প্রদর্শিত হয়নি বা হচ্ছে না। এর অবসান দরকার। (ওয়াং হাইমান/আলিম/ছাই)