‘এক শ’
2024-08-13 22:42:33

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লি রুং হাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লি রুং হাও চীনের নানচিং শহরে একটি সংগীত ব্যান্ড দল গঠন করেন। এ ছাড়া, লি রুং হাও চিয়াংসু প্রদেশের পঞ্চম পপ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

লি রুং হাও আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতে চেয়েছিলেন। তিনি তিনবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং তিন বারই ব্যর্থ হন। লি রুং হাও একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় পড়েন। এ কারণে তিনি হাসপাতালে এক বছর চিকিত্সাধীন ছিলেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি তাঁর মাকে নিয়ে বেইজিংয়ে আসেন। তিনি বেইজিংয়ে গান রচনা শুরু করেন।

২০০৪ সাল থেকে লি রুং হাও ধীরে ধীরে বিখ্যাত হতে থাকেন। তিনি জীবনে প্রথম ম্যাগাজিনে সাক্ষাত্কার দেন এবং তার প্রথম গিটার সংগীত ‘বিরক্ত’ প্রকাশ করেন। ২০০৫ সালে লি রুং হাও আবারও একটি সংগীত ম্যাগাজিনে সাক্ষাত্কার দেন এবং নিজের দ্বিতীয় গান স্বপ্ন (DREAM) প্রকাশ করেন। একই বছর তিনি ‘আমার সংগীতের স্বপ্ন’ নামের একটি বইয়ের প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ‘গিটার চায়না’ কোম্পানির গীতিকার হন।

বন্ধুরা, এখন শুনুন লি রুং হাও-এর গান ‘এক শ’। গানের কথায় বলা হয়, যদি একদিন হাসতাম আমাকে বিরক্ত কর না। আমি তোমার জন্য মুরগির স্যুপ ছেড়ে দেব আমি বোকা। যদি একদিন কাঁদি আমাকে বোঝানোর দরকার নেই।  হয়তো আমি অনুপ্রাণিত হয়েছি তোমাকে বুঝতে বাধ্য করতে হবে না। একশ জিনিসের মধ্যে সর্বদা একটি দুঃখ এবং একটি সুখ থাকে। আমি আমার চরিত্রে লেগে থাকি এবং তোমার পছন্দ বুঝতে পারি। যত্ন করার দরকার নেই, আমাদের নিজস্ব চমৎকার জিনিস আছে। একশটি জিনিসের মধ্যে সর্বদা একটি দুঃখ এবং একটি সুখ থাকে।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন লি রুং হাও-এর গান ‘সুরকার’। গানের কথাগুলো এমন: অনেক দিন আর দেখি না তোর চুল লম্বা। কিভাবে অনুপ্রাণিত করা যায়, সে সম্পর্কে কথা বলো। আমি ভয় পাচ্ছি যে, গানের কথা স্থূল এবং অতিরঞ্জিত হবে। একটি টেপ বাজাও, ১৯৭০ এবং ১৯৮০ এর দশক। আমি শুধু অর্ধেক শুনেছি এবং দুঃখ বোধ করেছি। প্রতিটি বাক্যে আবেগ এখন। সুরকার, আমাদের জীবনের সবচেয়ে সাধারণ গান লিখো। সুরকার তুমি যাকে ভালবাসো তাকে বলো তুমি কতটা সত্য ও গভীর।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লি রুং হাও-এর আরেকটি গান, গানের নাম ‘কালো ঘোড়া’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি রুং হাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)