অগাস্ট ১২: গতকাল (রোববার) অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক গেমসে চীনা ক্রীড়া প্রতিনিধিদলের প্রেস ব্রিফিংয় অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ক্রীড়া সাধারণ প্রশাসনের উপ-প্রধান চৌ চিনছিয়াং জানান, ১৯৮৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণের পর এবারের অলিম্পিক গেমসে চীনের ক্রীড়া প্রতিনিধিদল শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছে।
তিনি জানান, এবার প্রতিনিধিদলে খেলোয়াড় রয়েছেন ৪০৪জন। তারা ৩০টি ইভেন্টের ৪২টি শাখা ইভেন্টের ২৩২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁরা ১১টি ইভেন্টের ১৪টি শাখা ইভেন্টে ৪০টি স্বর্ণপদক, ২৭টি রৌপ্যপদক এবং ২৪টি ব্রোঞ্জপদক পেয়েছেন। পদকের মোট পরিমাণ ৯১টি।
চৌ চিনছিয়াং আরো জানান, চীনা ক্রীড়া প্রতিনিধিদলের প্রতিযোগিতার ইভেন্টে অংশগ্রহণের পরিমাণ, স্বর্ণপদক প্রাপ্তির সংখ্যা এবং খেলার গুণগতমান, স্বর্ণপদক ইভেন্টের কভারেজের পাশাপাশি, খেলোয়াড় পাঠানো প্রদেশের সংখ্যা- ইত্যাদি নানা দিক থেকে আগের সীমা অতিক্রম করেছে।
(প্রেমা/তৌহিদ/ছাই)