প্রথম মার্ভেলের কথা বলবে শাংহাই ডিজনিল্যান্ড
2024-08-12 16:41:25

আগস্ট ১২, সিএমজি বাংলা ডেস্ক: নতুন স্পাইডার ম্যান থিমে থ্রিল কোস্টার গল্প বলবে মার্ভেলের। এমন নতুন বিষয় নিয়েই নতুনভাবে আসছে চীনের শাংহাইয়ের ডিজিনিল্যান্ড। রোববার শাংহাই ডিজনি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। 

ডিজনি এক্সপেরিয়েন্সের চেয়ারম্যান জোশ ডি'মারো বলছে, উচ্চ-গতির রোলার কোস্টার স্পাইডার-ম্যানের বিভিন্ন বিষয় নিয়ে সাজানো। তবে সুপার হিরোগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মার্ভেল।

২০২৩ সালের ডিসেম্বরে, শাংহাই ডিজনি রিসোর্টে জায়গা পায় বিশ্বের প্রথম জুটোপিয়া ল্যান্ড।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া