চীনের তৈরি বৃহত্তম আন্তর্জাতিক অফশোর তেল ও গ্যাস প্ল্যাটফর্ম সম্পন্ন ও হস্তান্তরিত
2024-08-12 11:12:56

অগাস্ট ১২: চীনের নির্মিত সবচেয়ে ভারী আন্তর্জাতিক অফশোর তেল ও গ্যাস প্ল্যাটফর্ম—মা জান তেল ও গ্যাস সংগ্রহের প্ল্যাটফর্ম আজ (সোমবার) শানতোং প্রদেশের ছিংতাও-এ সম্পন্ন এবং হস্তান্তর করা হয়েছে। এটি চীনের বৃহত্ অফশোর তেল এবং গ্যাস সাজ-সরঞ্জাম নির্মাণ প্রযুক্তির প্রতীক।

৩৪ মাস নির্মাণের পর ১৭ হাজার টনের বেশি তেল ও গ্যাস সংগ্রহের প্ল্যাটফর্মটি সোমবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। মা জান প্ল্যাটফর্মটি সৌদি আরবের সমুদ্রে স্থাপন করা হবে। এটি মা জান তেল ফিল্ডের উত্পাদন বৃদ্ধি ও উন্নয়নে কাজ করবে। পুরো তেল ফিল্ডের উত্পাদন চালু হবার পর বার্ষিক ২৪ মিলিয়ন টন অপরিশোধিত তেল উত্পাদন করা যাবে।

(প্রেমা/তৌহিদ/ছাই)