অগাষ্ট ১২: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীনের সাথে আসিয়ানের সম্পর্কের আরও উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি আজ (সোমবার), চীনের শানসি প্রদেশের ছাংচি শহরে শুরু হওয়া ‘চীন-আসিয়ান সপ্তাহ, ২০২৪’-এর সাফল্য কামনা করে পাঠানো এক বার্তায়, এ মন্তব্য করেন।
বার্তায় ওয়াং ই বলেন, ২০২১ সালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও আসিয়ানের সদস্যদেশগুলোর নেতৃবৃন্দ যৌথভাবে চীন-আসিয়ান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন। চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ সুষ্ঠুভাবে গড়ে উঠছে। দু’পক্ষের মধ্যে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, ও বন্ধুতার ভিত্তিতে সহযোগিতাও ফলপ্রসূ হয়েছে।
ওয়াং ই আরও বলেন, ‘চীন-আসিয়ান সপ্তাহ, ২০২৪’-এর মূল প্রতিপাদ্য হচ্ছে: উন্নয়ন ও সমৃদ্ধি। সংশ্লিষ্ট দেশগুলোর উচিত, এ প্ল্যাটফর্ম ব্যবহার করে, চীন-আসিয়ান সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করা। (ছাই/আলিম/উর্মি)