অগাষ্ট ১২: ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল গতকাল (রোববার) এক ফোনালাপে মিলিত হন।
ফোনালাপে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও কোনো কোনো পশ্চিমা দেশের দ্বৈতনীতি ইসরায়েলকে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে উত্সাহিত করছে। শান্তিকে হুমকির মুখে ফেলে দেয়—এমন যেকোনো কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত।
তিনি বলেন, ইরানসহ বিভিন্ন দেশের ওপর না-হক চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র। বহুমেরুর বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে চলেছে ওয়াশিংটন।
জবাবে মিশেল ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিনকে স্বীকার করে নিতে হবে। (ছাই/আলিম/উর্মি)