অগাষ্ট ১২: গতকাল (রোববার) ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় সময় রাতে, ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের পরিসমাপ্তি ঘটে। চীনা প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রীয় কাউন্সিলর শেন ই ছিন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে শেন ই ছিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্খোঁ ও তাঁর স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কথোপকথন করেন। তিনি প্রেসিডেন্ট সি ও তার স্ত্রী ফেং লি ইউয়ানের পক্ষ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে শুভেচ্ছা জানান এবং প্যারিস অলিম্পিকের সফল আয়োজনের প্রশংসা করেন।
এ সময় ম্যাক্খো অলিম্পিকে চমত্কার ক্রীড়ানৈপূণ্য প্রদর্শন করায় চীনা ক্রীড়াবিদদের অভিনন্দন জানান। তিনি ফ্রান্সের অলিম্পিক গেমস আয়োজনে সহায়তা দেওয়ায় চীন সরকারকে ধন্যবাদও জানান।
এর আগে গত শনিবার শেন ই ছিন প্যারিসে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সঙ্গে দেখা করেন। এ সময় শেন বলেন, চীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে উচ্চ মানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চালিয়ে যেতে আগ্রহী। (ছাই/আলিম/উর্মি)