সুদানে সংঘাত; নিহত ২৮, আহত ৪৬
2024-08-12 16:34:03

আগস্ট ১২: সুদানের দ্রুত সহায়তা বাহিনী গত শনিবার উত্তর দারফুর রাজ্যের রাজধানি ফাশারে হামলা চালায়। এতে অন্তত ২৮ জন বেসামরিক লোক নিহত এবং ৪৬ জন আহত হন। উত্তর দারফুর রাজ্যের প্রধান গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি আরও জানান, সুদান দ্রুত সহায়তা বাহিনী শনিবার ভোরে তিন দিক থেকে ফাশারের ওপর হামলা চালায় এবং শহরের বাজার, বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবনগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ করে। তবে, সুদান সশস্ত্র বাহিনী এবং দারফুরের স্থানীয় সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরোধে তারা টিকতে পারেনি। হামলাকারীরাও বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়। (অনুপমা/আলিম/ছাই)