আর্টিস্টিক সাঁতারে নতুন চ্যাম্পিয়ন চীনের জমজ বোন
2024-08-11 18:13:53

 

আগস্ট ১১, সিএমজি বাংলা ডেস্ক: আর্টিস্টিক সাঁতারের ডুয়েট ফ্রি ইভেন্টে চীনকে প্রথমবারের মতো সোনা এনে দিলেন জমজ বোন ওয়াং লিউয়ি ও ওয়াং ছিয়ানয়ি।

 

শনিবার ২৭ বছর বয়সী দুই বোন মিলে টেকনিক্যাল রুটিনে তুলেছেন ২৭৬.৭৮৬৭ পয়েন্ট এবং ডুয়েট ফ্রিতে তুলেছেন ২৮৯.৬৯১৬ পয়েন্ট।

 

মোট ৫৬৬.৪৭৮৩ পয়েন্ট তুলে এ জুটিই ছিল বাকিদের চেয়ে এগিয়ে।

 

৫৫৮.৫৩৬৭ পয়েন্ট তুলে এই ইভেন্টে রুপা জিতেছে গ্রেট ব্রিটেন। আর নেদারল্যান্ডসকে ব্রোঞ্জ এনে দিয়েছেন ব্রেকিয়া ডি ব্রুভার ও নরকিয়া ডি ব্রুভার।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- চায়না ডেইলি/সিনহুয়া