চীনে মাংস রপ্তানি বাড়াতে চায় ব্রাজিল
2024-08-11 16:20:46

অগাষ্ট ১১: ব্রাজিল আন্তর্জাতিক প্রাণীজ প্রোটিন মেলা সম্প্রতি সাও পাওলো শহরে আয়োজিত হয়। অংশগ্রহণকারী ব্রাজিলীয় প্রতিনিধিরা, চীনের সাথে মাংস ও মাংসজাত পণ্য খাতে, সহযোগিতা জোরদারের ওপর জোর দেন। তাঁরা বলেন, চীনে আরও বেশি উচ্চমানের মাংস ও মাংসজাত পণ্য রপ্তানি করতে চায় ব্রাজিল।

ব্রাজিলের কৃষিমন্ত্রী কার্লোস ফাভারো উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে বলেন, ব্রাজিল-চীন সম্পর্ক নতুন পর্যায়ে উন্নত হয়েছে। দু’দেশের সম্পর্কের আরও উন্নয়নের সুযোগ আছে। চলতি বছর ৩৮টি নতুন ব্রাজিলীয় মাংস কোম্পানি চীনে পণ্য রপ্তানি করার জন্য অনুমোদন পেয়েছে। চীনে পণ্য রপ্তানির জন্য যোগ্য ব্রাজিলীয় মাংস কোম্পানির সংখ্যা ১০৬ থেকে বেড়ে ১৪৪ হয়েছে। এতে ব্রাজিলীয় প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি কমসংস্থানের সুযোগ সৃষ্টিতে সাহায্য করবে।

উল্লেখ্য, ব্রাজিলের প্রাণীজ প্রোটিন সমিতি এবারের তিন দিনব্যাপী মেলার আয়োজন করে। গবাদি পশু ও হাঁস-মুরগির প্রজনন, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্পের সাথে জড়িত তিন শতাধিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেছে।  (ছাই/আলিম/প্রেমা)