গাজার স্কুলে ইসরায়েলি হামলা: তদন্তের দাবি কাতারের
2024-08-11 18:09:10

আগস্ট ১১: সম্প্রতি ইসরায়েল গাজার একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে। গতকাল (শনিবার) ঘটনার জরুরি তদন্তের আহ্বান জানায় কাতার।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সিদ্ধান্ত লঙ্ঘন করায়, ইসরায়েলের নিন্দাও জানায়। বিবৃতিতে গৃহহারা মানুষগুলোকে সার্বিক নিরাপত্তা দেওয়ার আহ্বানও জানানো হয়।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর মিডিয়া অফিস গতকাল এক বিবৃতিতে বলেছে, গাজার যে-স্কুলে অনেক গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছিল, ইসরায়েল সেখানেই বোমা ফেলেছে।

এদিকে, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের নেতারা ৮ আগস্ট এক যৌথ বিবৃতিতে, ১৫ আগস্ট দোহা বা কায়রোতে, ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির আলোচনায় বসার আহ্বান জানান।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে এবং ১১ আগস্ট একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছে।

(অনুপমা/আলিম/ছাই)