বেলারুশে ইউক্রেনের একাধিক ড্রোন ভূপাতিত
2024-08-11 16:21:23

অগাষ্ট ১১: বেলারুশের সশস্ত্রবাহিনী সম্প্রতি দেশের পূর্ব সীমান্তে ইউক্রেনের একাধিক ড্রোন ভূপাতিত করে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো গতকাল (শনিবার) সাংবাদিকদের এ তথ্য জানান।

লুকাশেঙ্কো বলেন, ড্রোনগুলো আক্রমণ করতেই এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, কিছু ড্রোন রাশিয়ার দিকে উড়ে যায়। রুশ তথ্যানুসারে, রাশিয়ার ইয়ারোস্লাভের কাছে একাধিক ড্রোনকে লক্ষ্য করে সেদেশের বাহিনী গুলি করেছে। (ছাই/আলি/প্রেমা)