অগাষ্ট ১০: চীন আশা করে, সংশ্লিষ্ট সকল পক্ষ ‘অলিম্পিক সংবিধান’ মেনে চলবে এবং ক্রীড়াক্ষেত্রের পবিত্রতা রক্ষা করবে। অলিম্পিক গেমসে কোনো কোনো মহলের তাইওয়ান ইস্যু ব্যবহারের তীব্র বিরোধিতা করে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে এবং তাইওয়ান হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও ‘এক-চীননীতি’ অনুসরণ করেই ‘চায়নিজ তাইপেই’-কে অলিম্পিক গেমসে অংশগ্রহণের অনুমতি দেয়। (ছাই/আলিম/প্রেমা)