সন্ত্রাসবিরোধী যৌথ প্রশিক্ষণ পরিচালনা করছে চীন-তানজানিয়া
2024-08-10 18:32:11

আগস্ট ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীন, তানজানিয়া ও মোজাম্বিকের শুরু করা ‘শান্তি ঐক্য- ২০২৪’ শীর্ষক যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে শুক্রবার চীন ও তানজানিয়ার সেনারা তৃতীয় যৌথ সন্ত্রাসবিরোধী কৌশলগত প্রশিক্ষণ পরিচালনা শুরু করেছে।

 

তানজানিয়ার দার-এস-সালামের মাপিঙ্গায় চীনের নির্মিত কমপ্রিহেনসিভ ট্রেনিং সেন্টারে প্রথম দুই দফা প্রশিক্ষণে উভয় পক্ষ তাদের অপারেশনাল এবং কৌশলগত সহযোগিতার মাত্রা বাড়িয়েছে। তৃতীয় রাউন্ডটির সাজানো হয়েছে সেনাদের নানা সমস্যা সমাধানের কথা মাথায় রেখে।

 

চীনা বাহিনীর কর্মকর্তা মেং বিংফেং জানিয়েছেন, তানজানিয়ার সেনাবাহিনীর রসদ ও সরঞ্জাম বাহিনীর সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়া বিশ্লেষণের মাধ্যমে যৌথ কমান্ড অনুশীলন এবং সরবরাহ, উদ্ধার, এবং মেরামতের বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে চীনের বাহিনী।

 

প্রশিক্ষণ শেষে, সেনারা হালকা অস্ত্র দিয়ে লাইভ-ফায়ার শুটিংয়ের আয়োজন করে। পরিকল্পনা অনুযায়ী, রোববারও আনুষ্ঠানিক লাইভ-ফায়ার অনুশীলনে স্থল প্রশিক্ষণ পর্ব শেষ হবে।

 

জুলাইয়ের শেষ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সন্ত্রাসবিরোধী সামরিক অভিযানকে মাথায় রেখে এ যৌথ সামরিক মহড়া স্থল ও সমুদ্রে পরিচালিত হবে। সন্ত্রাসবিরোধী অভিযানে উভয়পক্ষের অংশগ্রহণকারী সেনাদের সক্ষমতা বাড়ানো এবং পারস্পরিক সামরিক আস্থা আরও গভীর করা এ প্রশিক্ষণের লক্ষ্য।

 

ফয়সল/শুভ

 

তথ্য ও ছবি: সিসিটিভি