প্রথম চায়না সিনচিয়াং ফোক আর্ট সিজন ২০ অগাস্ট শুরু হবে
2024-08-09 18:20:09

অগাস্ট ৯: চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ-সরকার এবং সিনচিয়াং উত্পাদন ও নির্মাণ কর্পসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো চীনের সিনচিয়াং লোকশিল্পের সিজন "টম্বুরিন বাজানো এবং গান গাওয়া"-এর উদ্বোধনী অনুষ্ঠান ২০ অগাস্ট উরুমচিতে আয়োজন করা হবে।

‘প্রথম চীনের সিনচিয়াং লোকশিল্প ঋতু’ প্রধানত সিনচিয়াং লোকশিল্প প্রেমীদের, জাতীয় লোকশিল্প দল এবং পেশাদার শিল্প দলকে লোকশিল্প অনুষ্ঠান নির্বাচন, পরিবেশনা, ট্যুর ইত্যাদির মাধ্যমে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য সংগঠিত করে, এবং তৃণমূলকে ব্যাপক স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় পরিচালিত করে। তা সিনচিয়াং-এর সব জাতিগোষ্ঠীর মানুষের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনকে আরও সমৃদ্ধ করবে।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)