সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ৪জন আহত
2024-08-09 14:55:00

অগাস্ট ৯: গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এদিন দেশের মধ্যাঞ্চলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুর ওপর ইসরায়েলের বিমান হামলা হয়েছে এবং ৪জন সিরীয় সেনা আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এদিন রাত ৮টা ৮৮ মিনিটে লেবাননের উত্তর দিকে থেকে সিরিয়ার মধ্যাঞ্চলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন মধ্যাঞ্চলের হোমস প্রদেশের শাইরাত বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

 

‘সিরীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার সূত্রে জানা গেছে, শাইরাত বিমানবন্দরের ৫ কিলোমিটার দূরে একটি রকেট ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার ইসরায়েলের বিমান হামলার শিকার হয়েছে, তাতে সিরীয় সরকারি বাহিনীর ৪জন সেনা ও ৩ জন কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)