অগাস্ট ৯: ৭ ও ৮ আগস্ট চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান লিউ চিয়ান ছাওর নেতৃত্বে সিপিসি’র একটি প্রতিনিধিদল চিলি সফর করেছে। সফরে দেশের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ একাধিক নেতৃবৃন্দের সঙ্গে তাঁরা বৈঠক করেছেন এবং মতবিনিময় করেছেন। এ ছাড়া, তারা ‘চিলি ও লাতিন আমেরিকার প্রতি চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সুযোগ’ নামক একটি ফোরামে অংশগ্রহণ করেছেন। এতে সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা তারা তুলে ধরেছেন।
চীন ও চিলি জানায়, একযোগে দু’দেশের নেতৃবৃন্দের অভিন্ন সিদ্ধান্তগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে, পার্টির মধ্যে আদানপ্রদান ঘনিষ্ঠ করবে, অর্থ বাণিজ্যসহ নানা খাতের বাস্তব সহযোগিতা এগিয়ে নেবে, সাংস্কৃতিক বিনিময় বাড়াবে এবং দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
(আকাশ/তৌহিদ/জিনিয়া)