বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল চীন
2024-08-09 22:21:06

আগস্ট ৯, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করে চীন। 

মন্ত্রণালয় উল্লেখ করেছে, চীন অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে এবং বাংলাদেশের সকল মানুষের সঙ্গে প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল রয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয়। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে।

ফয়সল/শান্তা