আগস্ট ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর বৃহস্পতিবার উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে বন্যার জন্য চতুর্থ স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করেছে।
আগামী চার দিন, কানসু, নিংসিয়া, শায়ানসি, ইনার মঙ্গোলিয়া, শানসি, বেইজিং, থিয়েনচিন, হ্যপেই এবং উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
ইতোমধ্যে, লিয়াওনিং, চিলিন, হেইলংচিয়াংয়েও বন্যার জন্য লেভেল-৪ এবং হুনান প্রদেশে জারি আছে লেভেল-২ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা।
দপ্তর আরও জানিয়েছে, জরুরি উদ্ধার কেন্দ্র থেকে সিছুয়ান, হুনান ও লিয়াওনিংয়ে সহায়তার জন্য ৪০৫ জন ব্যক্তি এবং ২৬১ ইউনিট সরঞ্জাম পাঠানো হয়েছে।
ফয়সল/শান্তা