আগস্ট ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচৌ-১৬ মহাকাশযানে করে কক্ষপথের মাধ্যাকর্ষণহীন পরিবেশে পাঠানো হয়েছিল আইডেশিয়া পলিকার্পা গাছের বীজ। দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশে ওই বীজগুলোর সফল অঙ্কুরোদগমের পর চারাও বেড়ে উঠেছে।
২০২৩ সালে মহাকাশে উৎক্ষেপণের পর বীজগুলো পৃথিবীতে ফিরিয়ে আনা হয় এবং ইউনানের সুয়ানওয়েই শহরের একটি মহাকাশ প্রজনন-গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছিল।
আইডেসিয়া পলিকার্পা চীনের প্রধান কাঠের তেল গাছগুলোর মধ্যে একটি। এ গাছের অভিযোজনযোগ্যতা বেশি। এগুলো দ্রুত বাড়ে, এবং এ গাছের কাঠ থেকে পাওয়া যায় তেল।
বীজ প্রজনন কেন্দ্রের গবেষক চেং মেইলিং জানান, প্রথমে বীজগুলোকে জীবাণুমুক্ত করা হয়, তারপর প্রজননের জন্য সেগুলোকে কালচার মিডিয়ায় রাখা হয়। পরবর্তী ধাপে, বীজগুলোকে উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতাসহ একটি ইনকিউবেটরে স্থানান্তর করা হয়।
গবেষকরা জানান, চারাগুলো ঠিকঠাক বেড়ে উঠছে। অঙ্কুরিত বীজ থেকে চারা বড় হওয়ার পর গাছগুলোকে পরীক্ষাগার থেকে গ্রিনহাউসে নিয়ে যাওয়া হয়। ৪০ থেকে ৫০ সেন্টিমিটার বড় হওয়ার পর চারাগুলো জমিতে রোপণ করা হবে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি