প্যারিস অলিম্পিক গেমসের সাফল আয়োজনে প্রশংসা করে চীন: মুখপাত্র
2024-08-08 21:11:36


অগাস্ট ৮: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্যারিস অলিম্পিক গেমসের সফল আয়োজনের প্রশংসা করে চীন। পাশাপাশি, প্যারিস অলিম্পিক গেমসের সুষ্ঠু সমাপনী অধিবেশনের জন্য আগাম শুভেচ্ছাও জানায় চীন।


৯ থেকে ১১ অগাস্ট পর্যন্ত চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি, রাষ্ট্রীয় কাউন্সিলর সেন ই ছিন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় ৩৩তম অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানসহ নানা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি, সার্বিয়া সরকারের আমন্ত্রণে সেন ই ছিন ১২ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত সার্বিয়া সফর করবেন। এ সম্পর্কে চীনা মুখপাত্র আরও তথ্য জানিয়েছেন। 


তিনি জানান, চীন সবসময় ক্রীড়া উন্নয়নে গুরুত্ব দেয় এবং ইতিবাচকভাবে আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনে অংশগ্রহণ করে। গত মে মাসে, প্রেসিডেন্ট সি চিন পিং ফ্রান্স সফর করেছেন। প্যারিস অলিম্পিকের সুষ্ঠু আয়োজনকে তিনি সুস্পষ্টভাবে সমর্থন করেন। দেশের ভাইস প্রেসিডেন্ট হান চেং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসাবে প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় কাউন্সিলর সেন ই ছিন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় ৩৩তম অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলন ও ফ্রান্সের প্যারিস অলিম্পিক গেমসের প্রতি চীনের গুরুত্ব ও সমর্থন প্রকাশ পায়।


তিনি আরও বলেন, চীন ও সার্বিয়া হচ্ছে ‘লৌহ-কঠিন বন্ধু’। দু’দেশের নেতৃবৃন্দের কৌশলগত দিক-নিদের্শনায়, দু’দেশের সম্পর্ক উচ্চ মানে উন্নত হচ্ছে। এবারের সফরে, রাষ্ট্রীয় কাউন্সিলর সেন ই ছিন সার্বিয়ার নেতৃবৃন্দের সঙ্গে দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য গভীর মতবিনিময় করবেন এবং দু’দেশের বাস্তব সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নেওয়ার আলোচনা করবেন। দু’দেশের সম্পর্কের অব্যাহত উন্নয়নের জন্য কাজ করা হবে।

(আকাশ/তৌহিদ/জিনিয়া)