আজকের অনুষ্ঠানে চীনের একজন বিখ্যাত গায়ক ও সংগীত প্রযোজকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম লিউ চৌ। তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তবে সংগীত প্রযোজক হিসেবে আরও পরিচিত। তিনি চীনের অনেক জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠানের প্রযোজকের কাজ করেছেন এবং জনপ্রিয় গান তৈরি করেছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লৌ চৌ’র একটি সুন্দর গান ‘হারবিন’।
লিউ চৌ ১৯৮১ সালে চীনের হেই লোং চিয়াং প্রদেশের হারবিন শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা মা আশা করেন তিনি একজন সংগীতশিল্পী হবেন। তাই ছোট থেকে তাকে পিয়ানো ও বেহালা শিখিয়েছেন। এ দুটি বাদ্যযন্ত্র ছাড়া মাধ্যমিক স্কুলে পড়ার সময়ে তিনি নিজে গিটার বাজানো শিখেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লিউ চৌ কিছু বন্ধুর সঙ্গে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন জায়গায় পারফর্ম করা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর লিউ চৌ’র একটি সংগীত শিক্ষক হওয়ার সুযোগ পান। তবে সেই স্থিতিশীল জীবন ও একঘেঁয়ে জীবন তার পছন্দ হতো না। বাবা মায়ের চাপে লিউ চৌ হ্যলোংচিয়াং প্রাদেশিক থিয়েটারে ভর্তি হয়ে নাটকের জন্য সংগীত রচনা করেন।
থিয়েটারে কয়েক মাস কাজ করার পর লিউ চৌ গভীরভাবে বুঝতে পেয়েছেন যে, তিনি এমন কাজ পছন্দ করেন না এবং গান গাইতে চান। ২০০৪ সালে লিউ চৌ হারবিন থেকে বেইজিং গিয়েছেন। সেখানে ব্যান্ডের সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তিনি নিজে সোং আরেইনজমেন্ট শিখেছেন। ২০০৬ সালে লিউ চৌ তখনকার জনপ্রিয় একজন গায়িকার কনসার্টের জন্য প্রযোজক হবার সুযোগ পায়। এমন কাজ আগে কখনও না করলেও তিনি খুব ভালো করেছেন। এই কাজের মাধ্যমে তিনি অনেক ভালো সংগীত প্রযোজক ও গায়ক চিনেছেন, এবং তার জন্য নতুন সংগীতের ক্ষেত্র দেখিয়েছে, তার ভালো সংগীত প্রযোজক হওয়ার সংকল্প জোরদার হয়েছে।
২০১২ সালে টিভি সংগীত প্রতিযোগিতা ‘ভয়েস অফ চায়না’ বেশ জনপ্রিয় হয়েছে। এই অনুষ্ঠান থেকে অনেক নতুন গায়ক গায়িকা জন্ম হয়েছে এবং অনেক চমত্কার পারমরমেন্স ও গান পরিদর্শন করা হয়। এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ও সাফল্যে লিউ চৌ বড় ভূমিকা রয়েছে। তার প্রযোজনা ও রিকম্পাজিশনের জন্য সেসব সুন্দর গান শুনতে পারে। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষ লিউ চৌকে জানতে পেরেছে। বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে লিউ চৌ’র প্রযোজনা করা একটি সুন্দর গান ‘সবচেয়ে রোমান্টিক ব্যাপার’।
লিউ চৌ’র রিকম্পাজিশনের সময় অনেক নতুন উপাদান যোগ হবে, যা পুরানো গানের জন্য নতুন প্রাণশক্তি যোগাবে। বন্ধুরা, এবার আমরা শুনবো তার রিকম্পাজিশন এবং জনপ্রিয় গায়ক লি চিয়ান ও ইউয়ে ইয়ুন পেংয়ের গাওয়া গান ‘মেয়ের প্রেম’। গানটি হল চীনের বিখ্যাত প্রাচীন বই ‘পশ্চিমদেশ অভিমুখে যাত্রা’ অনুসারে তৈরি টিভি সিরিজের একটি গান। পুরানো গানে তিনি বেইজিং অপেরার উপাদান দিয়েছে যে দর্শকদের একদম নতুন অভিজ্ঞতা দিয়েছে। বন্ধুরা, এখন গান ‘মেয়ের প্রেম’ শুনুন।
লিউ চৌ’র প্রযোজনার দক্ষতা চীনা সংগীত মহলের ব্যাপক স্বীকৃতি ও প্রশংসা পায়। তিনিও অনেক জনপ্রিয় ও বিখ্যাত গায়ক গায়িকার জন্য গান তৈরি করেছেন। বন্ধুরা, এবার আমরা শুনবো চীনের বিখ্যাত গায়িকা সোং চু ইং ও কানাডার বিখ্যাত গায়িকা সেলিন ডিওনের সঙ্গে গাওয়া চীনের একটি জনপ্রিয় গান ‘জেসমিন’। গানটি ২০১৩ সালে চীনের বসন্ত উত্সব গালায় পরিবেশন করা হয় এবং ব্যাপক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন গানটি শুনি।
লিউ চৌ’র তৈরি জনপ্রিয় গান অনেক বেশি। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চীনের জনপ্রিয় গায়িকা হুয়াং ছি শানের জন্য তৈরি গান ‘ছিন্ন প্রেম’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।