সাগরে পরমাণু দূষিত পানি ঢালা জাপানের দায়িত্বজ্ঞানহীন আচরণ: মুখপাত্র
2024-08-07 22:15:29


অগাস্ট ৭: আজ (বুধবার) টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি অষ্টমবার সাগরে পরমাণু দূষিত পানি ঢালার কাজ শুরু করেছে। যা ২৫ অগাস্ট পর্যন্ত চলবে। মোট ৭৮০০ টন পরমাণু দূষিত পানি সাগরে ঢালা হবে।  


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, জাপান একতরফাভাবে সাগরে পরমাণু দূষিত পানি ঢালার বিরোধিতা করে চীন। চীনের এ অবস্থান পরিবর্তন হয় নি। সাগরে পরমাণু দূষিত পানি ঢালা গোটা মানবজাতির সুস্থতা, সাগরের পরিবেশ এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের সাথে জড়িত। এটা শুধু জাপানের সঙ্গে জড়িত নয়। জাপান অব্যাহতভাবে সাগরে পরমাণু দূষিত পানি ঢালছে। যা অত্যন্ত দায়িত্বহীন আচরণ। চীন অনেকবার জাপানকে উদ্বেগ জানিয়েছে এবং জাপানের সাথে গভীর মতবিনিময় করেছে। 


আশেপাশের প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট পক্ষকে অন্তর্ভুক্ত করে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাপানকে সার্বিক সহযোগিতা করার তাগিদও দেয় চীন।

(আকাশ/তৌহিদ/জিনিয়া)