‘মার্কিন আধিপত্য’ অলিম্পিক চেতনা নষ্ট করছে, সমালোচনা করছেন অংশগ্রহণকারী: সিজিটিএন জরিপ
2024-08-07 22:14:35


অগাস্ট ৭: প্যারিস অলিম্পিক গেমসে যুক্তরাষ্ট্র তথাকথিত ‘ড্রাগ সেবনের’ ভিত্তিহীন অপবাদ করেছে। এর সমালোচনা করছে আন্তর্জাতিক সমাজ। সম্প্রতি চীনের সিজিটিএন বিশ্বব্যাপী একটি জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, ৯৫.০১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের এমন আচরণের নিন্দা জানায়। তারা মনে করেন, ‘মার্কিন আধিপত্য’ অলিম্পিক চেতনা নষ্ট করছে। এর সমালোচনা করেন জরিপে অংশগ্রহণকারী।


প্রকৃতপক্ষে প্রতিযোগিতা শুধু পদকের লড়াই নয়, বরং নিয়ম রক্ষা ও প্রতিপক্ষকে সম্মান করার সঙ্গেও জড়িত। প্যারিস অলিম্পিক গেমসে কিছু দেশের খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীনভাবে অন্য দেশের খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ করেছে। পাশাপাশি, প্রতিযোগিতার মাঠেও তারা কিছু অসংলগ্ন আচরণ করেছে। এতে জরিপে অংশগ্রহণকারী ৯৪.৯৫ শতাংশ মানুষ মনে করেন, এটা ভালো আচরণ না। এ ছাড়া, তাঁরা ‘বোঝাপড়া’ ও ‘বন্ধুত্বের’ অলিম্পিক চেতনাও অনুসরণ করেনি। পাশাপাশি, ৯৩.০৮ শতাংশ অংশগ্রহণকারী জানান, প্রতিযোগিতার মাঠ শুধু জয়-পরাজয়ের নয়, বরং তা হচ্ছে বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের মঞ্চ।  


জরিপটি সিজিটিএন ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ ভাষার প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। ২৪ ঘণ্টায় মোট ১৫,২৪৪জন নেটিজেন জরিপে অংশগ্রহণ করেছেন ও মতামত দিয়েছেন।

(আকাশ/তৌহিদ/জিনিয়া)